বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
শর্মিষ্ঠা ঘোষ
ধার
করা রং
ওর আনন্দ
ছুঁইয়ে দিলে আমার গালে
আবির লাগে তরুণ আলোর ফাগুন দিনে
উদাস এবং খুব সচেতন এক নৌকোয়
দুঃখ ও সুখ একসঙ্গেই ভাসতে থাকে।
রং | কবিতা
শর্মিষ্ঠা ঘোষ
আবির লাগে তরুণ আলোর ফাগুন দিনে
উদাস এবং খুব সচেতন এক নৌকোয়
দুঃখ ও সুখ একসঙ্গেই ভাসতে থাকে।
তীর পাবে কি? লক্ষ্য
ছাড়াই ঢেউ যেরকম
উথালপাতাল! আমাদের পুরনো দিন
আনন্দময়, তীক্ষ্ণ তিরের ফলার মতো
একলার দিন বিদ্ধ করে; সব স্বাগতম!
রহস্যভেদ না বোঝা এক আমিই কেবল
পিছিয়ে পড়া, তাই বুঝি-না কী রং লাগে
কী ঢং ছড়ায় বাউলা বাতাস লাল মাটিতে
সূক্ষ্ম রূক্ষ মানুষ মনের তলের হদিস
খুঁজতে খুঁজতে হাড় জিরজির পোড়োবাড়ির
প্রাচীন গল্প ঘটি ডোবার পরীক্ষা নেয়
তালপুকুরে। কখন ছিলাম রংয়ের পাড়ায়
সেখান থেকে একটুকু আজ উধার নিলাম।
উথালপাতাল! আমাদের পুরনো দিন
আনন্দময়, তীক্ষ্ণ তিরের ফলার মতো
একলার দিন বিদ্ধ করে; সব স্বাগতম!
রহস্যভেদ না বোঝা এক আমিই কেবল
পিছিয়ে পড়া, তাই বুঝি-না কী রং লাগে
কী ঢং ছড়ায় বাউলা বাতাস লাল মাটিতে
সূক্ষ্ম রূক্ষ মানুষ মনের তলের হদিস
খুঁজতে খুঁজতে হাড় জিরজির পোড়োবাড়ির
প্রাচীন গল্প ঘটি ডোবার পরীক্ষা নেয়
তালপুকুরে। কখন ছিলাম রংয়ের পাড়ায়
সেখান থেকে একটুকু আজ উধার নিলাম।
No comments:
Post a Comment