বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
মনোজ চ্যাটার্জী
রং দিও নদী
রং | কবিতা
মনোজ চ্যাটার্জী
রং দিও নদী
একঢাল বর্ণহীনতা নিয়ে বয়ে যায় অভিমানী নদী
অজানা সাগরের পানে, দুঃখের নীল রঙের টানে
পথপাশে ছিল সাথী, কৃষ্ণচূড়ার মত রঙিন বৃক্ষাদি
তালতমাল পলাশের বনে, মনের কথা হত নির্জনে।
অজানা সাগরের পানে, দুঃখের নীল রঙের টানে
পথপাশে ছিল সাথী, কৃষ্ণচূড়ার মত রঙিন বৃক্ষাদি
তালতমাল পলাশের বনে, মনের কথা হত নির্জনে।
নদীর বিরহ কথা, ভাঙে
গাছেদের নীরবতা, চিরন্তন
অন্ধকারে ভেঙে যায় বুক, বহমান কী বর্ণহীন চিবুক
উদ্ভিদের সবুজতা, নদীপারে বিষণ্ণতা, হৃদ্য আলাপন
কৃষ্ণচূড়া পলাশের উজ্জ্বল মুখ, রঙের ছোঁয়ায় সুখ
অন্ধকারে ভেঙে যায় বুক, বহমান কী বর্ণহীন চিবুক
উদ্ভিদের সবুজতা, নদীপারে বিষণ্ণতা, হৃদ্য আলাপন
কৃষ্ণচূড়া পলাশের উজ্জ্বল মুখ, রঙের ছোঁয়ায় সুখ
যদি পাও হে নদী,
একটু রঙিন হয়ো, জীবনের
ধারা তুমি
বৃক্ষশাখায় কৃষ্ণচূড়ার লাল রং নিও, বসন্তের উৎসবে
অশ্বত্থের নবপল্লবে সবুজ আবির নিও, উচ্ছল শৈশবে
বর্ণহীনতার আগমনে, একটু প্রাণ দিও, দোল দিও তুমি।
বৃক্ষশাখায় কৃষ্ণচূড়ার লাল রং নিও, বসন্তের উৎসবে
অশ্বত্থের নবপল্লবে সবুজ আবির নিও, উচ্ছল শৈশবে
বর্ণহীনতার আগমনে, একটু প্রাণ দিও, দোল দিও তুমি।
No comments:
Post a Comment