বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
বিমল মণ্ডল
তোমায় একটা অক্ষর নদী উপহার দিতে চেয়েছিলাম
তোমায় একটা অক্ষর নদী
উপহার দিতে চেয়েছিলাম,
কিন্তু তুমি চাইলে শব্দবিন্যাস
একটু স্নেহের আবেশে ছুটে যেতে চাইলাম যখন...
তুমি বললে,
‘না... না, এই তো বেশ, দূরে থেকেও কাছে আছি।’
অক্ষর আর অক্ষর জুড়ে
নানা শব্দের আঁকিবুঁকি কেটে তোমাকে কবিতা দিলাম
তুমি বললে, ‘এত ভালবাসা, তুমি আমায় দেবে?’
জ্যোৎস্নারাতে আদরের
ঘ্রাণ নিয়ে বললাম,
‘যতদিন আমি ও আমার কবিতা…
ততদিন তোমাকে ভালবেসে যাব।’
অবাক দৃষ্টিতে তুমি
কবিতায় আলো দিলে
যেখানে মুখোমুখি বসে এলোমেলো মনের কথাগুলোকে
কবিতায় সাজাই শব্দ ভেঙে ভেঙে…
সহসা কবিতায় শব্দরা
প্রাণ ফিরে পেল
তোমার মনের অলিতে-গলিতে তখন ভাবনারা টানাটানি—
তুমি বললে,
‘দ্যাখো, তোমার কবিতার মতো…
আমি তোমাকেও স্নেহের আবেশে ভরিয়ে দেব।’
চারদিকে উজ্জ্বল আলো
ছড়িয়ে পড়লে
তুমি আর কবিতা আমার চিরসাথী হয়ে উঠলে।
কিন্তু তুমি চাইলে শব্দবিন্যাস
একটু স্নেহের আবেশে ছুটে যেতে চাইলাম যখন...
তুমি বললে,
‘না... না, এই তো বেশ, দূরে থেকেও কাছে আছি।’
তুমি বললে, ‘এত ভালবাসা, তুমি আমায় দেবে?’
‘যতদিন আমি ও আমার কবিতা…
ততদিন তোমাকে ভালবেসে যাব।’
যেখানে মুখোমুখি বসে এলোমেলো মনের কথাগুলোকে
কবিতায় সাজাই শব্দ ভেঙে ভেঙে…
তোমার মনের অলিতে-গলিতে তখন ভাবনারা টানাটানি—
তুমি বললে,
‘দ্যাখো, তোমার কবিতার মতো…
আমি তোমাকেও স্নেহের আবেশে ভরিয়ে দেব।’
তুমি আর কবিতা আমার চিরসাথী হয়ে উঠলে।
খুব সুন্দর একটি হৃদয়স্পর্শী কবিতা। খুব ভালো লাগলো। তোমার কবিতার সঙ্গে আমিও থাকতে চাই।
ReplyDeleteভাল লাগল
ReplyDelete