বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম
সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০
কবিতা
দিলীপ কুমার মধু
পটল নগর
সেদিন গেলাম পটল নগর
কী আর বলব ভাই
বাড়ি-মাঠে কোথাও তো আর
পটলের দেখা নাই।
ভাবলাম আমি পটল পাব
পটল নগর গিয়ে
পটল ছাড়া সব সবজি
চাষি খুশি ফলিয়ে।
আলুর ফলন, ধানের ফলন
পাটের ফলন আর
তরমুজ আর উচ্ছের ফলন
ফলন লাউ-কুমড়ার।
কী কারণে হয় না পটল
জানতে গেলাম যেই
শুনে আমার সে কাহিনি
পিলে চমকালো সেই।
এই নগরের পটল খেয়ে
লোক মরেছে হাজার
সেদিন থেকে মানুষ—
পটল চাষ করে না আর।
কী আর বলব ভাই
বাড়ি-মাঠে কোথাও তো আর
পটলের দেখা নাই।
পটল নগর গিয়ে
পটল ছাড়া সব সবজি
চাষি খুশি ফলিয়ে।
পাটের ফলন আর
তরমুজ আর উচ্ছের ফলন
ফলন লাউ-কুমড়ার।
জানতে গেলাম যেই
শুনে আমার সে কাহিনি
পিলে চমকালো সেই।
লোক মরেছে হাজার
সেদিন থেকে মানুষ—
পটল চাষ করে না আর।
No comments:
Post a Comment