প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দেবীর বিসর্জন | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিশ্ব প্রসাদ ঘোষ দেবীর বিসর্জন তুমি ...

Saturday, July 1, 2023

পটল নগর । দিলীপ কুমার মধু

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১২তম সংখ্যা/১৫ই আষাঢ়, ১৪৩০

কবিতা
দিলীপ কুমার মধু

পটল নগর


সেদিন গেলাম পটল নগর
কী আর বলব ভাই
বাড়ি-মাঠে কোথাও তো আর
পটলের দেখা নাই।
 
ভাবলাম আমি পটল পাব
পটল নগর গিয়ে
পটল ছাড়া সব সবজি
চাষি খুশি ফলিয়ে।
 
আলুর ফলন, ধানের ফলন
পাটের ফলন আর
তরমুজ আর উচ্ছের ফলন
ফলন লাউ-কুমড়ার।
 
কী কারণে হয় না পটল
জানতে গেলাম যেই
শুনে আমার সে কাহিনি
পিলে চমকালো সেই।
 
এই নগরের পটল খেয়ে
লোক মরেছে হাজার
সেদিন থেকে মানুষ—
পটল চাষ করে না আর।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)