বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/২০তম
সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
কবিতাণু
অলক চক্রবর্তী
সুখী গৃহকোণ ও অন্যান্য
সুখী গৃহকোণ
অন্ধকারে নীল মাখে কোন
পাখি?
দশটা তীর ঘুমায় দশদিক
ডানার ভিতর আগুন গুটিশুটি
রূপকথারা জ্যোৎস্না-জ্যোৎস্না ঘরে।
দশটা তীর ঘুমায় দশদিক
রূপকথারা জ্যোৎস্না-জ্যোৎস্না ঘরে।
একান্ত ব্যক্তিগত
বনসাই যদি এত ফুলে ভরে
বৃক্ষ না জানি কত,
গ্রিলে বসা সেই পাখিটি ভাবে—
ভাঙবে মৌন ব্রত।
হোয়াটসঅ্যাপে ভোর
অকৃপণ হাতে আবার দিয়েছ
তুলে
গ্রহণ করি সব যন্ত্রণা ভুলে—
সারা রাত হাঁটে অব্যক্ত সংলাপ
রক্তিম ভোর, প্রস্ফুটিত গোলাপ।
বিরহ
জীবন নীল জীবিকা ভস্ম
ধূসর ফোন বিছানা ছাই
অন্ধকারে লড়ছে তরবারি
গিটার গোঁফ দাড়ি—
তোমাকে চাই।
বৃক্ষ না জানি কত,
গ্রিলে বসা সেই পাখিটি ভাবে—
ভাঙবে মৌন ব্রত।
গ্রহণ করি সব যন্ত্রণা ভুলে—
সারা রাত হাঁটে অব্যক্ত সংলাপ
রক্তিম ভোর, প্রস্ফুটিত গোলাপ।
ধূসর ফোন বিছানা ছাই
অন্ধকারে লড়ছে তরবারি
গিটার গোঁফ দাড়ি—
তোমাকে চাই।
আহা! অপূর্ব!!!
ReplyDelete