বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
উৎপলেন্দু দাস
স্বীকারোক্তি
পরস্পরের প্রতি মুগ্ধ হতে চাই না আমরা
সেজে থাকি প্রতিস্পর্ধী প্রতিদ্বন্দ্বী
মরীচিকার পিছনে আত্মসম্মোহিত জীবনে
হেঁটে যাই দম দেওয়া কলের পুতুলের মতো।
মরীচিকার পিছনে আত্মসম্মোহিত জীবনে
হেঁটে যাই দম দেওয়া কলের পুতুলের মতো।
সৃজনশীলতা মানবিকতা নিঃশর্ত ভালবাসায়
তীব্র অরুচি আমাদের,
জবরদখলে খুঁজে পাই অফুরান সুখ।
তীব্র অরুচি আমাদের,
জবরদখলে খুঁজে পাই অফুরান সুখ।
উগ্রতা ঠিকরে বেরোয় শরীরী ভাষায়
অহংকারের নির্লজ্জ প্রদর্শনীতে পারদর্শী
ছাপিয়ে যেতে চাই একে অপরকে।
অহংকারের নির্লজ্জ প্রদর্শনীতে পারদর্শী
ছাপিয়ে যেতে চাই একে অপরকে।
দাবি করে সুশীল সুশিক্ষিত নিজেকে
প্রমাণ করি আমরা কুশিক্ষিত, মানসিক প্রতিবন্ধী
শরীরী ভাষায়, কলরবে অস্ত্রের ঝনঝনানি সন্দেহ জাগায়
প্রায় সকলেই কি আমরা অল্পবিস্তর হিংস্র জঙ্গি!
প্রমাণ করি আমরা কুশিক্ষিত, মানসিক প্রতিবন্ধী
শরীরী ভাষায়, কলরবে অস্ত্রের ঝনঝনানি সন্দেহ জাগায়
প্রায় সকলেই কি আমরা অল্পবিস্তর হিংস্র জঙ্গি!
এসব কথা ভাবতে বয়ে গেছে যাদের সহজেই খুঁজে পেত তারা
নিজেদের পথের দুধারে আর্ত ভিখিরিদের সারিতে
একটু ক্ষমা দয়া ভালবাসা পেতে, হয়তো বুঝেছে
অন্য কিছু নয় তত দামি, এই অল্প সময়ে।
নিজেদের পথের দুধারে আর্ত ভিখিরিদের সারিতে
একটু ক্ষমা দয়া ভালবাসা পেতে, হয়তো বুঝেছে
অন্য কিছু নয় তত দামি, এই অল্প সময়ে।
কবির জীবন দর্শনের কাব্যিক প্রকাশ অতুলনীয়!👌👏অভিনন্দন! 💐🙏
ReplyDelete