বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
উৎপলেন্দু পাল
বখাটে যাপন
বখাটে যাপনের মাঝে
কিছুটা দখিনা বাতাসের আনাগোনা
আর গায়ে লেগে থাকা পাটপচা ঘ্রাণ
জীবনশৈলীর পাতায়
লেখা আছে মরা নদীর বুকে কচু ক্ষেত
কোমরজলে ডুবে নিরন্তর জীবনের সন্ধান
নৈমিত্তিক স্বপ্নদর্শনে
আকাশ ছুঁতে চাওয়া তালগাছ আর
তার নীচে শুয়ে থাকা পাটকাঠির আঁটি
বানা দিয়ে ঘেরা জল
খোলামুখে পেতে রাখা খরা জালে
এক সর্বগ্ৰাসী শিকারের প্রস্তুতিপর্ব
তবুও নিমগ্ন হেঁটে যাওয়া
মাষানপাটের তলা দিয়ে স্নিগ্ধ ছায়াপথে
কোনো এক অস্তাচলগামী অপরাহ্নে।
কিছুটা দখিনা বাতাসের আনাগোনা
আর গায়ে লেগে থাকা পাটপচা ঘ্রাণ
লেখা আছে মরা নদীর বুকে কচু ক্ষেত
কোমরজলে ডুবে নিরন্তর জীবনের সন্ধান
আকাশ ছুঁতে চাওয়া তালগাছ আর
তার নীচে শুয়ে থাকা পাটকাঠির আঁটি
খোলামুখে পেতে রাখা খরা জালে
এক সর্বগ্ৰাসী শিকারের প্রস্তুতিপর্ব
মাষানপাটের তলা দিয়ে স্নিগ্ধ ছায়াপথে
কোনো এক অস্তাচলগামী অপরাহ্নে।
মন্দ না।
ReplyDelete