বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
তাপস মাইতি
প্রেমের স্পেসটাইম টপোলজি
কতটা বাড়লে বিকেলের ছায়ার মতো দীর্ঘ হওয়া যায়
নদীর মতো কত বিস্তৃত হতে পারা যায়
যদি ঢেউয়ের ভিতর নিজেদের ছায়ার কক্ষপথ তৈরি করে ফেলি
কতটা মেট্রিক টেনার হলে আর একটি চরের দ্বীপ সৃষ্টি
হয়
মেঘের মহাকর্ষ কতটা বৃষ্টি বিন্দু পেলে আমাদের চমকে
দেবে
সবটাই আপেক্ষিকতাবাদ, লম্বা সরণি…
একটি প্রেমের স্পেসটাইম টপোলজির সংজ্ঞা জানতে গেলে
নিশ্চয়ই একটি দিঘির পাড়ে দাঁড়ালে চলে না—
কার মনের কাছে কত বছর এই পথের ধুলো
জানতে হবে তা ক্ষয় হয়েছে কতখানি।
বেশ ভালো লাগলো,অনেক শুভেচ্ছা🍁🌿
ReplyDelete