বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
তৈমুর খান
সুন্দর এসেছে আজ
সুন্দর এসেছে আজ
আমাদের মৃত্যুর পাশে
সুন্দর এসেছে—
কান্নাগুলি তুলে রাখ
জীবন যেদিন হেসেছিল
সেই হাসি দেখাব ওকে
পর্দা সরিয়ে দাও
আলো নিভে যাক
আমরা অনন্ত হয়ে শুয়ে থাকব
চিরন্তন আকাশে উঠুক আজ চাঁদ।
আমাদের মৃত্যুর পাশে
সুন্দর এসেছে—
জীবন যেদিন হেসেছিল
সেই হাসি দেখাব ওকে
আলো নিভে যাক
আমরা অনন্ত হয়ে শুয়ে থাকব
চিরন্তন আকাশে উঠুক আজ চাঁদ।
অসাধারণ...অনন্যসুন্দর।
ReplyDelete