বাতায়ন/কবিতা/১ম বর্সংষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
সুশান্ত সেন
সকাল
এখনো কিছুটা পথ তো
রয়েছে বাকি
এখনো স্বপ্ন বৃষ্টির জলে ভাসে,
ভালবাসা ছাড়া আর কীই-বা নিয়ে থাকি
তোমার সুবাস বারেবারে ফিরে আসে...
সমুদ্র জুড়ে বৃষ্টির
ধারা পড়ে
বাড়িয়ে দিল কি ব্যর্থ প্রেমের ধারা
তৃষিত প্রাণের উৎস পড়ছে ঝরে
তোমার সৃষ্টি, মূর্ত হল যে তারা!
এখনো স্বপ্ন বৃষ্টির জলে ভাসে,
ভালবাসা ছাড়া আর কীই-বা নিয়ে থাকি
তোমার সুবাস বারেবারে ফিরে আসে...
বাড়িয়ে দিল কি ব্যর্থ প্রেমের ধারা
তৃষিত প্রাণের উৎস পড়ছে ঝরে
তোমার সৃষ্টি, মূর্ত হল যে তারা!
ভীষণ সুন্দর ❤️🙏
ReplyDelete