প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মাতৃত্ব | অর্পিতা সাহা

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প অর্পিতা সাহা   মাতৃত্ব ...

Friday, October 27, 2023

স্বীকারোক্তি | উৎপলেন্দু দাস

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
উৎপলেন্দু দাস

স্বীকারোক্তি

পরস্পরের প্রতি মুগ্ধ হতে চাই না আমরা
সেজে থাকি প্রতিস্পর্ধী প্রতিদ্বন্দ্বী
মরীচিকার পিছনে আত্মসম্মোহিত জীবনে
হেঁটে যাই দম দেওয়া কলের পুতুলের মতো।

সৃজনশীলতা মানবিকতা নিঃশর্ত ভালবাসায়
তীব্র অরুচি আমাদের,
জবরদখলে খুঁজে পাই অফুরান সুখ।

উগ্রতা ঠিকরে বেরোয় শরীরী ভাষায়
অহংকারের নির্লজ্জ প্রদর্শনীতে পারদর্শী
ছাপিয়ে যেতে চাই একে অপরকে।

দাবি করে সুশীল সুশিক্ষিত নিজেকে
প্রমাণ করি আমরা কুশিক্ষিত, মানসিক প্রতিবন্ধী
শরীরী ভাষায়, কলরবে অস্ত্রের ঝনঝনানি সন্দেহ জাগায়
প্রায় সকলেই কি আমরা অল্পবিস্তর হিংস্র জঙ্গি!

এসব কথা ভাবতে বয়ে গেছে যাদের সহজেই খুঁজে পেত তারা
নিজেদের পথের দুধারে আর্ত ভিখিরিদের সারিতে
একটু ক্ষমা দয়া ভালবাসা পেতে, হয়তো বুঝেছে
অন্য কিছু নয় তত দামি, এই অল্প সময়ে।

1 comment:

  1. কবির জীবন দর্শনের কাব্যিক প্রকাশ অতুলনীয়!👌👏অভিনন্দন! 💐🙏

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)