বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়
মন
চারিদিকে ব্যর্থতায় ভেঙে যায় মন
মন ভাঙা শব্দ শুনি, বাজে ঝনঝন
বেকারের কর্মনাশা দিন গুজরান
প্রেমহীন মন কাঁদে করে আনচান।
চারিদিকে বেড়ে ওঠে শুধু পরকীয়া
ছেলেমেয়ে বাবা-মার নেই কোন ছায়া
স্বেচ্ছাচারী জীবনের গল্প গাঁথা বলি
ছেলে মেয়ে কষ্টে থাকে বৃন্তহীন কলি।
সীমাহীন আকাশেতে চেয়ে থাকে রামু,
কর্মব্যস্ত দিন শেষে হতাশায় দামু
পরকীয়া মিলনেতে হাহাকার আঁকে
পিছনের দিনগুলি পিছু হেঁটে ডাকে।
ভাঙা মনে দেহ ভাঙে জীবনাবসান
জ্যোতিষীরা সত্য বলে নিয়তি নিশান।
মন ভাঙা শব্দ শুনি, বাজে ঝনঝন
বেকারের কর্মনাশা দিন গুজরান
প্রেমহীন মন কাঁদে করে আনচান।
ছেলেমেয়ে বাবা-মার নেই কোন ছায়া
স্বেচ্ছাচারী জীবনের গল্প গাঁথা বলি
ছেলে মেয়ে কষ্টে থাকে বৃন্তহীন কলি।
কর্মব্যস্ত দিন শেষে হতাশায় দামু
পরকীয়া মিলনেতে হাহাকার আঁকে
পিছনের দিনগুলি পিছু হেঁটে ডাকে।
জ্যোতিষীরা সত্য বলে নিয়তি নিশান।
ভালো লাগল।
ReplyDelete