বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা | ছড়া
ক্ষিতীন্দ্র নারায়ণ রায়
ভুতু দাদু
বটগাছেতে পা ঝুলিয়ে
কিচনি বসে আছে,
ভুতু দাদুর গল্প শুনে
যায় না তো কেউ কাছে।
দিনের পর দিন কেটে যায়
মাসের পর বৎসর,
সাহসী এক খোকা বলে
করব একে নশ্বর।
চুপটি করে গেল খোকা
ভয়কে মেরে তুড়ি,
দেখতে পেল কিচনি তো নয়
ঝুলছে ছেঁড়া ঘুড়ি।
কিচনি বসে আছে,
ভুতু দাদুর গল্প শুনে
যায় না তো কেউ কাছে।
মাসের পর বৎসর,
সাহসী এক খোকা বলে
করব একে নশ্বর।
ভয়কে মেরে তুড়ি,
দেখতে পেল কিচনি তো নয়
ঝুলছে ছেঁড়া ঘুড়ি।
👏👏
ReplyDeleteভালো লাগল
ReplyDelete