বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
সুশান্ত সেন
আলো
বিকেলে জানালার ধারে
বসে থাকি।
জানালার ফাঁক দিয়ে আলো
আসে
জাফরির দাগ পড়ে মেঝেতে,
মনটা প্রসন্ন হয়।
একটু পরেই এই বিকেল,
প্রসন্নতা
মিলিয়ে যাবে
ভেসে আসবে সন্ধ্যার স্নিগ্ধতা।
রাত্রি কি ক্ষমা করবে
এই আলাপন!
জাফরির দাগ পড়ে মেঝেতে,
মনটা প্রসন্ন হয়।
মিলিয়ে যাবে
ভেসে আসবে সন্ধ্যার স্নিগ্ধতা।
No comments:
Post a Comment