বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
গাছেরা
একটা গাছ আর একটা গাছের
কাছাকাছি
চলে আসে।
জড়িয়ে ধরে একে অন্যকে
তাদের মধ্যে কথা হয়।
একটা গাছ আর একটা গাছকে
জড়িয়ে ধরে কাঁদে,
যখন করাতে করাতে গাছ
কাটার শব্দ
দিকে দিকে বৃক্ষপাতন।
একটা গাছ, আর একটা গাছও
রেখে যায় তাদের সন্তান
মানুষের জন্য, পৃথিবীর
জন্য,
মরুবিজয়ের পতাকা উড়িয়ে
পালিত হয় বৃক্ষের দিন।
চলে আসে।
তাদের মধ্যে কথা হয়।
জড়িয়ে ধরে কাঁদে,
দিকে দিকে বৃক্ষপাতন।
রেখে যায় তাদের সন্তান
মরুবিজয়ের পতাকা উড়িয়ে
পালিত হয় বৃক্ষের দিন।
কি অসাধারণ ভাবনার প্রকাশ
ReplyDeleteঅনন্য অনুভূতি- জয়িতা
ReplyDelete