বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
অলোক মিত্র
আগামী বসন্তের কানে কানে
বাতাস এই মুহূর্তে আজ
স্থির
দু একটা ফুল আগেই ছড়িয়ে ছিল জ্যোৎস্নাশয্যায়
যেখানে ঘুমিয়ে আছে শিশিরে অভ্রফুল
কলমি শাখার শিষে, কাল বসন্ত
পুকুরের ঘাটে স্নান
সেরে রামধনু রঙের
কাপড় ছড়িয়ে গেছে কেউ
তারপাশে সবুজ নক্সা করা কলাপাতা রং
কুমারী আবির ছড়ানো
গাছের পাতায় রং,
মাছরাঙা পাখির ডানায়, পথের ধুলোর গায়ে
আক্ষেপের গোলাপি বিকেল
ভালবেসে পেয়েছি কস্তুরী গন্ধ আর মরণের স্বাদ
দু একটা ফুল আগেই ছড়িয়ে ছিল জ্যোৎস্নাশয্যায়
যেখানে ঘুমিয়ে আছে শিশিরে অভ্রফুল
কলমি শাখার শিষে, কাল বসন্ত
কাপড় ছড়িয়ে গেছে কেউ
তারপাশে সবুজ নক্সা করা কলাপাতা রং
কুমারী আবির ছড়ানো
মাছরাঙা পাখির ডানায়, পথের ধুলোর গায়ে
আক্ষেপের গোলাপি বিকেল
ভালবেসে পেয়েছি কস্তুরী গন্ধ আর মরণের স্বাদ
No comments:
Post a Comment