বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা |
কল্যাণ গঙ্গোপাধ্যায়
অদেখা ও অন্যান্য
অদেখা
ব্যবধান
ভুল করে কি হাত ধরেছি?
তাই সারাদিন খিটিরমিটির!
কী করে মান ভাঙাই বলো,
প্রেম নদীটির দু’দিকে তীর
তাই সারাদিন খিটিরমিটির!
কী করে মান ভাঙাই বলো,
প্রেম নদীটির দু’দিকে তীর
শঙ্কা
গলা জলে দাঁড়িয়ে আছি
কান্না নদীর জোয়ার জলে,
তুমি যদি না হাসো তো
আশঙ্কাতে হৃদয় টলে
কান্না নদীর জোয়ার জলে,
তুমি যদি না হাসো তো
আশঙ্কাতে হৃদয় টলে
প্রস্তাব
অফুরন্ত ভালবাসা,
টইটম্বুর হৃদয় জুড়ে
এসো দু’জন হাঁটতে থাকি,
পৌঁছে যাবো অচিনপুরে
টইটম্বুর হৃদয় জুড়ে
এসো দু’জন হাঁটতে থাকি,
পৌঁছে যাবো অচিনপুরে
বাহ ।ভালো লাগলো ।এই কবিতার সঙ্গে তাৎ ক্ষণিক চর্চার সুযোগ রয়েছে শুধু নয় নতুন এক দরজাও খুলে দেবে।
ReplyDeleteবাঃ!
ReplyDelete