প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

সহজ ও কঠিন | বিমল কুমার সোম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | গল্পাণু

বিমল কুমার সোম

সহজ ও কঠিন


"আগামী সাতদিন আমরা দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করার পরিকল্পনা নিয়েছি। আপনি আমাদের যোগ্য সহায়ক হবেন আশা করি। আমরা আপনাকে পাশে পাবো।"


বিদ্যাসাগরের জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠল নরেশ মিত্র।

বললো— ওসব পালন-টালন করে কিছু হবে না। বিদ্যাসাগর আমাদের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। বিনিময়ে পেয়েছেন অসম্মান, ঘৃণা, অপমান। রবীন্দ্রনাথ লিখেছেন— বলে গড়গড় করে শুনিয়ে দিলেন। পরে বললেন— সাধারণ, দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই বিদ্যাসাগরকে উপযুক্ত শ্রদ্ধা জানানো হবে।

দর্শক আসন থেকে একজন উঠে বলল— আগামী সাতদিন আমরা দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করার পরিকল্পনা নিয়েছি। আপনি আমাদের যোগ্য সহায়ক হবেন আশা করি। আমরা আপনাকে পাশে পাবো।

তড়াক করে লাফিয়ে উঠে বক্তা বলল— না না। আগামী সাতদিন আমাকে সাত জায়গাতে বিদ্যাসাগরকে নিয়ে বক্তৃতা দিতে হবে।
 

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)