বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
সোমা পালিত ঘোষ
চোখ
দেহের সমস্ত শিরাকে উপহার
দিতে নেচে ওঠা ময়ূরের ঝংকার—
বিরোধ দূরে রেখে অরণ্য
প্রিয় নিশাচর গর্তে
নিরাপদ উর্বরতায় একতারা সুর—
যাত্রাপথের বিচ্ছেদ ভেঙে
ঠোঁট মুখে বেড়ে
রাখা আলোয় পারদ ডুব মন—
চিহ্নিত সভ্যতার পথিক
গৃহস্থ সবাই আজ অশ্বারোহী—
ধানের বুকে মাটির স্বাদে
পানকৌড়ির হলুদ ঠোঁটে বাসা বাঁধে জন্ম টান—
গ্রন্থরা জানে রাখালপথে
কোন অপরাধ আঁকা হয় না কখনোও...
নিরাপদ উর্বরতায় একতারা সুর—
রাখা আলোয় পারদ ডুব মন—
No comments:
Post a Comment