বাতায়ন/মাসিক/ছড়া/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | ছড়া
পিন্টু
কর্মকার
ঠকবাজ-চালাক
মেয়ে
নিজে পড়ায়
টিউশন— পাই-পয়সা নেয় বুঝে ঠিক,
ভাই-বোনের
মাস্টার চাইলে টাকা,
জানায় ধিক!
টাকা মারতে, মাস্টারের চারমাসকে একমাস বলে,
যদিও
একমাসের টাকাও মেরে দেয় অনেক কথার ছলে!
মুখ দেখে মনে হয় খুব সাদাসিধে এক নারী,
বিশ্বাস করলে ঠকবে, পড়বে মাথায় বাড়ি।
টাকা মারতে, মাস্টারের চারমাসকে একমাস বলে,
মুখ দেখে মনে হয় খুব সাদাসিধে এক নারী,
বিশ্বাস করলে ঠকবে, পড়বে মাথায় বাড়ি।
No comments:
Post a Comment