প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Friday, December 13, 2024

গলিপথ | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

বিপুল রায়

গলিপথ


মাঝে মাঝে তুমি কেমন যেন হারিয়ে যাও
সন্ধ্যাবেলায় নিঃসঙ্গ হয়ে গলিতে দাঁড়াই
প্রতিদিন তুমি হতাশা মেখে ফিরে আসো
জানি না তোমার কার সঙ্গে এত লড়াই!
বাতিস্তম্ভে জ্বলতে দেখি শীতল আলো
চারটে বাড়ির বাসন মেজে গীতাদি ফেরে
এরপর হবে সারাটা সন্ধ্যা ঝগড়া, বিবাদ
গলির আঁধার নিজেই শুধু নিছেকে ঘেরে
ভেবে পাই না গলিপথ কেন এত উদাস
আঁধার থেকে রাজপথ তো সামান্য দূর
পায়ের শব্দে আঁকড়ে ধরি নিজের বুক
রাজপথ ধরে এগিয়ে গেলে অনেক ঘুর
এগিয়ে গেলে স্মৃতি হয় ছায়াঢাকা পথ
সূর্য বলেছে, দিনে একবার দেখা হবে
ঘিরে ফেলি আলোমাখা গলি যথাসম্ভব
এই শেষবার গলিপথে কি থামবে তবে?

 

1 comment:

  1. অসাধারণ
    পরাণ মাঝি

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)