প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, March 14, 2025

রাঙিয়ে দাও | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
 
রাঙিয়ে দাও
 
অশোক পলাশ ফাগুন আগুন দিনে
ভালবাসার আবির রং লেগেছে
ফুলের বনে বনে;
কুহু কুহু কোকিল গাছের ডালে বসে 
বসন্ত দিনের বার্তা দেয় শুধু আনমনে;
 
এমন দিনে   
বিরহী রাধিকা কার জন্য 
অশ্রু ফেলে গূঢ় অভিমানে!
কৃষ্ণ বাঁশুরিয়া তুমি মধুর বাঁশি বাজিয়ে শোনাও চঞ্চলা রাধিকার হৃদয়ে, মনে;
শ্রীমতি রাধিকা ছুটে আসবে গোপনে
পাতার পোশাক পরে
জোছনা আলোয় ভিজে অভিসারে;
আজ ভালবাসার রং লেগেছে তার হৃদয়ে
তাকে রাঙিয়ে দাও ভাসিয়ে দাও চন্দনের বনে প্রগাঢ় চুম্বনে
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)