বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
তন্ময় চট্টোপাধ্যায়
দহন-১
আকাশে মেঘের
মতো কী ওটা
আমি তো ওকে কান্না বলি না?
বলি না
শ্বেতহংসীবলাকানদী—!
রং | কবিতা
তন্ময় চট্টোপাধ্যায়
আমি তো ওকে কান্না বলি না?
জানি ওটা
নিজের মতো হয়ে উঠেছে 'পারি'—
পরির মতো আলোময় হয়ে উঠেছে,
যেখানে নগ্ন
আবেগের জলতন্বী নেই-
নেই-, সরজু নারীর অগ্নিরতিপ্রেম,
আছে তার
মায়াবীণা রুদ্র অমানিশা,
আছে, দাবাগ্নি-ভগ্ন-বালিকা-ধু-ধু...
আছে, জলোচ্ছ্বাস। আছে ভয়ংকরতার উন্মাদ দহন...!
নেই-, সরজু নারীর অগ্নিরতিপ্রেম,
আছে, জলোচ্ছ্বাস। আছে ভয়ংকরতার উন্মাদ দহন...!
No comments:
Post a Comment