প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Saturday, September 13, 2025

ঢ্যাম কুড় কুড় | উদয় নারায়ণ বাগ

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
উদয় নারায়ণ বাগ
 
ঢ্যা কুড় কুড়
 

শরৎ এলে মনে মনে
আগমনির সুর আসে,
হেসেখেলে কাশফুলেরা
ওড়না মেলে ওই হাসে।

 
ঢ্যাঙ কুড় কুড় ঢ্যাঙ কুড় কুড়
ঢাকের গায়ে পড়ল ঘা,
আবালবৃদ্ধ নতুন সাজে
লাগছে দেখো বাহ্‌ রে বাহ্‌
 
শিবু খুড়োর দুইটি মেয়ে
মায়ের সাথে বাজার যায়,
চুড়ি ঝুনঝুন রুপার তোড়া
রুনুঝুনু বাজছে পা'য়।
 
বুদুনের বউ বায়না ধরে
বেনারসি এবার চাই,
ফুলপরিটার মতন সেজে
চরকির মতো ঘুরতে তাই।
 
সাজো সাজো দিগ্‌বিদিকে
সুন্দরী যায় বাপের ঘর,
হাতে ঝোলা ছেলে কাঁখে
ওই তো চলে রাস্তার পর।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)