বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
উদয় নারায়ণ বাগ
ঢ্যাম কুড় কুড়
ঢ্যাঙ কুড় কুড় ঢ্যাঙ কুড় কুড়
ঢাকের গায়ে পড়ল ঘা,
আবালবৃদ্ধ নতুন সাজে
লাগছে দেখো বাহ্ রে বাহ্।
শিবু খুড়োর দুইটি মেয়ে
মায়ের সাথে বাজার যায়,
চুড়ি ঝুনঝুন রুপার তোড়া
রুনুঝুনু বাজছে পা'য়।
বুদুনের বউ বায়না ধরে
বেনারসি এবার চাই,
ফুলপরিটার মতন সেজে
চরকির মতো ঘুরতে তাই।
সাজো সাজো দিগ্বিদিকে
সুন্দরী যায় বাপের ঘর,
হাতে ঝোলা ছেলে কাঁখে
ওই তো চলে রাস্তার পর।
শারদ | ছড়া
উদয় নারায়ণ বাগ
শরৎ এলে মনে মনে
আগমনির সুর আসে,
ওড়না মেলে ওই হাসে।
ঢাকের গায়ে পড়ল ঘা,
লাগছে দেখো বাহ্ রে বাহ্।
মায়ের সাথে বাজার যায়,
রুনুঝুনু বাজছে পা'য়।
বেনারসি এবার চাই,
চরকির মতো ঘুরতে তাই।
সুন্দরী যায় বাপের ঘর,
ওই তো চলে রাস্তার পর।
No comments:
Post a Comment