বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৮ম সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
দর্পণা গঙ্গোপাধ্যায়
উদাস দুপুর বেলা
জানলায় চোখ রাখি
ব্যস্ততার মধ্যেও মনটা ব্যাকুল হয়।
মনে পড়ে যায়
সেই এক বাটি আচার
তুমি আমি আর চিলেকোঠা…
এক বুক যন্ত্রণা আর
এক কাঁধ দায়িত্ব—
তপ্ত মরীচিকা ঘেঁটে
ছুঁতে চাই…
বুকের ধুকপুক শোনা যায়!
ব্যস্ততার মধ্যেও মনটা ব্যাকুল হয়।
সেই এক বাটি আচার
তুমি আমি আর চিলেকোঠা…
এক কাঁধ দায়িত্ব—
ছুঁতে চাই…
বুকের ধুকপুক শোনা যায়!
Nice 👍
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
DeleteKhub khub sundor
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ।
Delete