বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৮ম
সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
উদয় মণ্ডল
মৌতাত
প্রতিদিন ইচ্ছে করে
এক ঘোর লাগা অস্থির সত্তায়
তোমাকে ছুঁই, কবিতা।
তুমিও তো আমার নিত্য
দিনের
ছাইপাঁশ হতে পারলে না…
ওগো কবিতা—
তোমার আনুগত্যের পঙক্তিতে পঙক্তিতে
আমার অপূর্ণ সত্তাকে বসিয়ে
কবে আমার মৌতাত হবে?
এক ঘোর লাগা অস্থির সত্তায়
তোমাকে ছুঁই, কবিতা।
ছাইপাঁশ হতে পারলে না…
তোমার আনুগত্যের পঙক্তিতে পঙক্তিতে
আমার অপূর্ণ সত্তাকে বসিয়ে
কবে আমার মৌতাত হবে?
No comments:
Post a Comment