প্রথম বর্ষ/দ্বিতীয়
সংখ্যা/১লা মে, ২০২৩
কবিতা
অরুণ কুমার চক্রবর্তী
আহা জল, জলের উড়ান
প্রতিক্ষণ জলের উড়ান
যে কোনো জলতল থেকে কণাজল উড়ু উড়ু ডানায় ঊর্ধ্বমুখী
অদৃশ্য উড়ান অপূর্ব নৈঃশব্দ্যে আকাশচারিতা মেখে বাতাসে ভাসান,
ভেসে ভেসে জলের তরি এখান থেকে সেখান, সেখান থেকে এখান
ভেসে ভেসে মেঘ সাবালিকা গর্ভবতী ঝরিয়ে দিল বীজ আধখানা
তৃষ্ণার্ত মাটির বুকে বাকি আধখানা অপেক্ষা করে আছে,
আহা—
এই বর্ষায় মাটিতে মাটিতে ঝলমল করে উঠল পূর্ণতার অপূর্ব সমারোহ
আনন্দিত হল সমগ্র ভুবন, সম্মানিত হল জল আর মাটির সার্থক রমণ...
আহা! আহা! কবিতার অঙ্কুরোদগমের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল প্রকৃতি... স্বচক্ষে দেখলাম দাদা 🙏🙏🙏🙏
ReplyDeleteসশ্রদ্ধ প্রণাম সহ,
কৃতিকণা চিনি।
অসাধারণ রচনা, অপূর্ব। প্রকৃতিকে দেখার এক আলাদা দুটি চোখ
ReplyDeleteখুব সুন্দর লাগলো।
ReplyDeleteখুব সুন্দর লাগলো
ReplyDelete