প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন /যুগলবন্দি /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | যুগলবন্দি |   অজয় দেবনাথ ও  ...

Saturday, April 29, 2023

আহা জল, জলের উড়ান । অরুণ কুমার চক্রবর্তী

প্রথম বর্ষ/দ্বিতীয় সংখ্যা/১লা মে, ২০২৩

কবিতা
অরুণ কুমার চক্রবর্তী

আহা জল, জলের উড়ান


প্রতিক্ষণ জলের উড়ান
যে কোনো জলতল থেকে কণাজল উড়ু উড়ু ডানায় ঊর্ধ্বমুখী
অদৃশ্য উড়ান অপূর্ব নৈঃশব্দ্যে আকাশচারিতা মেখে বাতাসে ভাসান,
ভেসে ভেসে জলের তরি এখান থেকে সেখান, সেখান থেকে এখান
ভেসে ভেসে মেঘ সাবালিকা গর্ভবতী ঝরিয়ে দিল বীজ আধখানা
তৃষ্ণার্ত মাটির বুকে বাকি আধখানা অপেক্ষা করে আছে,
আহা—
এই বর্ষায় মাটিতে মাটিতে ঝলমল করে উঠল পূর্ণতার অপূর্ব সমারোহ
আনন্দিত হল সমগ্র ভুবন, সম্মানিত হল জল আর মাটির সার্থক রমণ...

4 comments:

  1. আহা! আহা! কবিতার অঙ্কুরোদগমের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল প্রকৃতি... স্বচক্ষে দেখলাম দাদা 🙏🙏🙏🙏
    সশ্রদ্ধ প্রণাম সহ,
    কৃতিকণা চিনি।

    ReplyDelete
  2. অসাধারণ রচনা, অপূর্ব। প্রকৃতিকে দেখার এক আলাদা দুটি চোখ

    ReplyDelete
  3. খুব সুন্দর লাগলো।

    ReplyDelete
  4. খুব সুন্দর লাগলো

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)