বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
শাশ্বত চক্রবর্তী
জন্মদিন
মুহূর্তরা
হারিয়ে যায়
মুহূর্ত চিহ্নিত করে, জন্মদিন।
মুহূর্ত চিহ্নিত করে, বাৎসরিক শ্রাদ্ধ
যে চলে যায় সে আসে না, যেমন বয়স;
যাকে খুঁজছ
সে হারিয়ে গেছে,
কুড়িয়ে
পেয়েছে তাঁকে অন্য কেউ,
যেমন পায়
উপহার কারোর হাসি মুখ,
মুহূর্ত আনন্দে অপেক্ষা করে, জন্মের অপেক্ষায়।
একই
হাসপাতালে মর্গ, আবার
জন্মের আঁতুড়ঘর,
এক মুহূর্ত আসে,
এক মুহূর্ত যায়
আর আমি জানালায়, ভোরের অপেক্ষা করি
কেউ রাত্রির অপেক্ষা করে, এ ভাবে মুহূর্ত কেটে যায়।
মুহূর্ত চিহ্নিত করে, জন্মদিন।
মুহূর্ত চিহ্নিত করে, বাৎসরিক শ্রাদ্ধ
যে চলে যায় সে আসে না, যেমন বয়স;
আর আমি জানালায়, ভোরের অপেক্ষা করি
কেউ রাত্রির অপেক্ষা করে, এ ভাবে মুহূর্ত কেটে যায়।
তীব্র,ঝলমলে🙏
ReplyDelete