বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
মহঃ মহসিন হাবিব
হাতুড়ি মেরে
অবশ্য এ তল্লাটে খনন করেও
মেলে না
প্রতি ইঞ্চিতে ইঞ্চি খনন করে দেখা গেলো হাতুড়ি তৈরির উপকরণ
মানেটা খুউব সহজেই অনুমেয়
লোহা দিয়ে বানানো হয়
হাতুড়ি শাবল
বোকার দল তাই দিয়ে খুঁড়তে এলো সোনার পাহাড়
এটা ওদের সোনার পাথর বাটির গল্পের মতো।
যদি সোনা খুঁজতে এত সাধ
তবে মেটালার্জি বিভাগে খোঁজ নিয়ে দেখো
কোন জমিনে সোনা প্রকৃতই আছে।
তারপর
শুরু করো কষ্টিপাথরে যাচাই
পেয়ে যাবে
আর যত্ন করে বানিয়ে ধারণ করো
শরীরের বিভিন্ন অঙ্গে
হাতুড়ি মেরে
আর যাই করো দু-একটি মাটির পুতুল ভাঙতে পারো; মুক্তের সন্ধান পাবে না।
প্রতি ইঞ্চিতে ইঞ্চি খনন করে দেখা গেলো হাতুড়ি তৈরির উপকরণ
মানেটা খুউব সহজেই অনুমেয়
লোহা দিয়ে বানানো হয়
হাতুড়ি শাবল
বোকার দল তাই দিয়ে খুঁড়তে এলো সোনার পাহাড়
এটা ওদের সোনার পাথর বাটির গল্পের মতো।
তবে মেটালার্জি বিভাগে খোঁজ নিয়ে দেখো
কোন জমিনে সোনা প্রকৃতই আছে।
তারপর
শুরু করো কষ্টিপাথরে যাচাই
পেয়ে যাবে
আর যত্ন করে বানিয়ে ধারণ করো
শরীরের বিভিন্ন অঙ্গে
আর যাই করো দু-একটি মাটির পুতুল ভাঙতে পারো; মুক্তের সন্ধান পাবে না।
No comments:
Post a Comment