বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
আশ্বিনের শেষ
উমার বিদায়
আশ্বিনের শেষের পর্যায়
শীতের আগমন ঘটবে।
থরে থরে
শিউলি, মাটিতে
পড়ে
গন্ধে ভাসছে মন।
এলোমেলো সিদুঁর ছেটানো বিজয়া।
ছোট্ট
মেয়েটি মায়ের হাত ধরে
পুকুর পাড়ে, উমা ভাসছে।
সাদা বক ভয় পেয়ে উড়ে যায়
কেউ যদি মেরে দেয় তাকে!
মায়ের
অরন্ধন চলছে
"অভয়া" বিচার পায়নি।
নীলকণ্ঠ পাখি কি, আবার ফিরবে
আগের মতো!
রক্তের
নির্যাস নিয়ে শুয়ে আছে
কত শিশু ও নারী
সুবিচারের আশায়!
নাটাগড়ের
কথা মনে পড়ে
পুজো হয়নি যে বাড়িতে।
আবার আশ্বিন
আসবে।
আশ্বিনের শেষের পর্যায়
শীতের আগমন ঘটবে।
গন্ধে ভাসছে মন।
এলোমেলো সিদুঁর ছেটানো বিজয়া।
পুকুর পাড়ে, উমা ভাসছে।
সাদা বক ভয় পেয়ে উড়ে যায়
কেউ যদি মেরে দেয় তাকে!
"অভয়া" বিচার পায়নি।
নীলকণ্ঠ পাখি কি, আবার ফিরবে
আগের মতো!
কত শিশু ও নারী
সুবিচারের আশায়!
পুজো হয়নি যে বাড়িতে।
No comments:
Post a Comment