বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
অনির্বাণ
চ্যাটার্জি
উত্তরাখণ্ড
যেতে যেতে
নদীটা রোগা হয়ে যাচ্ছে
সেদিক থেকে পাহাড়ি ঝোরাগুলো ভাল
করবেট পার্কে অধিকাংশই শাল গাছ
সুন্দরী
উত্তরাখন্ডের সিক্স প্যাক ফিগার
সরু রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না
পাহাড়ে ফার, পাইন আর কত ফুলের গাছ
দুর্গম পাকদণ্ডি ধরে ওঠা নামা
স্বপ্ন আর
বাস্তবের মধ্যে দিয়ে যেতে যেতে শুনি
পাখিদের কিচিরমিচির
কবিতার শেষ পংক্তি বলে কিছু হয় না...
সেদিক থেকে পাহাড়ি ঝোরাগুলো ভাল
করবেট পার্কে অধিকাংশই শাল গাছ
সরু রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না
পাহাড়ে ফার, পাইন আর কত ফুলের গাছ
দুর্গম পাকদণ্ডি ধরে ওঠা নামা
পাখিদের কিচিরমিচির
কবিতার শেষ পংক্তি বলে কিছু হয় না...
No comments:
Post a Comment