বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/৮ম সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতাণু
অমৃতা মুখোপাধ্যায়
[চারটি অণুকবিতা]
দহনবেলায়
১
বৃষ্টি হয়ে আকাশ ভেঙে পড়ো
ভিজব আমি চাতক পাখির মতো
সবুজ স্নাত শ্রাবণ এ-মন জুড়ে
ভিজবে গোপন ইচ্ছে ছিল যত।
২
বৃষ্টি হয়েই এলে
তবে বৃষ্টি হয়েই ঝরো
সবুজ সবুজ মন
ভিজে কাঁপছে থরোথরো
৩
আজ যে শুধুই রুক্ষ মরু
শুধুই বয়ে যাওয়া…
সতৃষ্ণ চোখ ক্লান্ত একা
হু হু তপ্ত হাওয়া…
৪
মেঘে মেঘে জমা অভিমান
পারছে না সে জল দিতে।
কালবৈশাখী কোথায় তুমি
পারবে না সাড়া দিতে?
ভিজব আমি চাতক পাখির মতো
সবুজ স্নাত শ্রাবণ এ-মন জুড়ে
ভিজবে গোপন ইচ্ছে ছিল যত।
তবে বৃষ্টি হয়েই ঝরো
সবুজ সবুজ মন
ভিজে কাঁপছে থরোথরো
শুধুই বয়ে যাওয়া…
সতৃষ্ণ চোখ ক্লান্ত একা
হু হু তপ্ত হাওয়া…
পারছে না সে জল দিতে।
পারবে না সাড়া দিতে?
No comments:
Post a Comment