বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৮ম সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
উপেক্ষিৎ
শর্মা
পাহাড়ের বর্ণমালা
পাহাড়ে শীতের কোন বিধিবদ্ধ বর্ণমালা নেই
শব্দের গৃহকোণে মেঘেদের
কথা কাটাকাটি
গেরস্থ দুপুরের একফালি রোদ
ঢেকে
রাখে কুয়াশার রং
অহরহ বৃষ্টি নামে স্যাঁতস্যাঁতে
নীল পরিখায়
প্রজননে ব্যস্ত এক শীতরঙা প্রজাপতি
রেণু ও পরাগ মেখে জেগে ওঠে যুবতী বিকেলে
গেঁয়ো বুড়ো মেপে রাখে রাতের পরিধি
একেকটা রাত জুড়ে যাবতীয় গল্প
কথকতা
লিপিবদ্ধ হয়ে যায়
সকালের
আবছা শরীরে
পাহাড়ে শীতের এই ভাঙাচোরা বর্ণমালা
সমনামে লেখা হয়
হেমন্তের
পাঁজর ফাটিয়ে
বাহারি শীতের চৌকাঠে
খুব সুন্দর- জয়িতা
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
Delete