বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৮ম
সংখ্যা/১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০
কবিতা
রমা খাঁ
কিছু পাওয়া
জানি না আর দেখা হবে
কিনা…
শান্ত পায়ে চুপিসারে
আসে স্মৃতি
আনে আলোর বিকিরণ
হয়তো কিছু পাওয়া…
জানি হারাবার কিছু নেই
সূর্যাস্তের বেদনায় তবু
কেন ভারী হয় মুহূর্ত…
আনে আলোর বিকিরণ
সূর্যাস্তের বেদনায় তবু
কেন ভারী হয় মুহূর্ত…
Darun
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
Delete