বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
দেবকুমার মুখোপাধ্যায়
এইসব দৃশ্যরূপ
একটু আগেও হা-বৃষ্টি হা-বৃষ্টি শ্বাসে বইছিল বাতাস
কোথা থেকে এলো মেঘ যেন একটা ময়লা ত্রিপল
টানটান হয়ে ছুঁল আকাশের এ মাথা-ও মাথা।
কোথা থেকে এলো মেঘ যেন একটা ময়লা ত্রিপল
টানটান হয়ে ছুঁল আকাশের এ মাথা-ও মাথা।
দৃশ্যপট বদলে গেল—
এলো বৃষ্টি বড় বড় ফোটা হয়ে
ছাদে, গাছে, কালো কালো পিচ-গলা পথে
দেখতে দেখতে জলস্রোত, রাজপথে বয়ে চলা নদী
শ্লথ হয়ে এলো গতি, স্তব্ধ হল যান
গাড়িবারান্দার নীচে মানুষ-মানুষী।
উদোম, আদুল শিশু চান সারে, বারণ শোনে না।
একই ছাতার নীচে হেঁটে যায় তরুণ-তরুণী।
বেওয়ারিশ কুকুর দু’টো ঘুরে ঘুরে আস্তানা খোঁজে
যেখানেই যায় তারা ঠেলে দেয় বৃষ্টির ভিতর।
এইসব দৃশ্যরূপ শহুরে বর্ষার
হঠাৎ আটকে পড়া ব্যানার্জী-মিত্তির দেখে।
তার চেয়ে যা বরং বাঁকুড়া, বর্ধমান কিংবা পুরুলিয়া।
No comments:
Post a Comment