বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
তীর্থঙ্কর সুমিত
মিসিসিপি নদীর কথা
কিছু কথা
নিজের অজান্তেই বেড়ে ওঠে
মনোময় পৃথিবীর দিকে চেয়ে থাকে যে সময়
তার সঙ্গে আজ ব্যবধানের ভালবাসা
নিজের দিকে তাকিয়ে দেখি
কত অজানা স্রোত
মিশে গেছে বৈপরীত্য উত্তাপে
আর তারারা তখন
ছায়ার গল্প শোনায়
মিসিসিপি নদীর তীরে।
নিজের অজান্তেই বেড়ে ওঠে
মনোময় পৃথিবীর দিকে চেয়ে থাকে যে সময়
তার সঙ্গে আজ ব্যবধানের ভালবাসা
নিজের দিকে তাকিয়ে দেখি
কত অজানা স্রোত
মিশে গেছে বৈপরীত্য উত্তাপে
আর তারারা তখন
ছায়ার গল্প শোনায়
মিসিসিপি নদীর তীরে।
No comments:
Post a Comment