বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
পিন্টু বেতাল
প্রেমের এ মাস
বৃষ্টি যদি বায়না ধরে
মনকে বাঁধি কেমন করে
লাগলে লাগুক অঙ্গে দোলা
ভিজব আবার নতুন করে-
ভিজল যদি আঁচল তোমার
মনকে বাঁধি কেমন করে
লাগলে লাগুক অঙ্গে দোলা
ভিজব আবার নতুন করে-
একটু নাহয় কাছেই আরো
অযুত প্রেমের উষ্ণ ছোঁয়ায়
শীতল বারি ঝরুক অঝোর,
বৃষ্টি নাহয় বাজাক নূপুর
ছলাৎ ছলাৎ আসন পাতি
পাগলপারা প্রেমের স্রোতে
ডুবব নাহয় আমরা সখী-
ভিজলে ভিজুক একাত্ম মন
ভিজলে ভিজুক প্রাণের বসন
উথালপাতাল মাতাল লাজে
বৃষ্টি বলে প্রেমের এ মাস;
ভিজব আমি পাগলপারা,
ঝর ঝরে পড় অঝোর ধারা,
টাপুরটুপুর বায়না জুড়ে
ঝরিস যেমন আত্মহারা।
অযুত প্রেমের উষ্ণ ছোঁয়ায়
শীতল বারি ঝরুক অঝোর,
ছলাৎ ছলাৎ আসন পাতি
পাগলপারা প্রেমের স্রোতে
ডুবব নাহয় আমরা সখী-
ভিজলে ভিজুক প্রাণের বসন
উথালপাতাল মাতাল লাজে
বৃষ্টি বলে প্রেমের এ মাস;
ঝর ঝরে পড় অঝোর ধারা,
টাপুরটুপুর বায়না জুড়ে
ঝরিস যেমন আত্মহারা।
বাহ। - জয়িতা
ReplyDeleteআন্তরিক কৃতজ্ঞতা
Delete