বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
অঞ্জন ব্যানার্জ্জি
পূর্বরাগ
নিথর নিশ্চল পুকুর, ঢেউহীন
অবগাহন করেনি কেউ, কোনদিন
ছেলের দল ঢিল ছোড়ে, তাচ্ছিল্যে
মহিলারা ব্যঙ্গ করে, ডোবা বলে
অবগাহন করেনি কেউ, কোনদিন
ছেলের দল ঢিল ছোড়ে, তাচ্ছিল্যে
মহিলারা ব্যঙ্গ করে, ডোবা বলে
ভাসে না পূর্ণিমার জোৎস্নায়, ভর্তি কচুরিপানা
কেউ যায় না কাছে, কেউ ছোঁয় না।
হাতে হাতে টর্চলাইট, পুলিশি হুঙ্কার
লুকিয়েছে জলে, এক প্রতিবাদী ছেলে
পুকুরের বুকে শিহরণ, যুবকের পরশে
যেন পূর্বরাগের ছোঁয়া, নারীর অঙ্গে
ছোট ছোট পুলকিত ঢেউ, অনূঢ়া শরীরে।
পূর্বরাগের ছোঁয়ায় কুমারীর শাপমুক্তি
নিশ্চিত আশ্রয় বিপন্ন যুবকের প্রাপ্তি।
No comments:
Post a Comment