বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ
| কবিতা
তুষার ভট্টাচাৰ্য
পূর্ব রাগের মেঘ
বসন্ত ফাল্গুনী জোছনায় রজনিগন্ধা ফুল
খোঁপায় বেঁধে
একা একা ছাদে দাঁড়িয়ে থাকত যে লাজুক বালিকা
অনন্ত প্রতীক্ষায়
খোঁপায় বেঁধে
একা একা ছাদে দাঁড়িয়ে থাকত যে লাজুক বালিকা
অনন্ত প্রতীক্ষায়
সে কি কোনওদিন আমার
বিগত প্রেমজন্মের আত্মার আত্মীয় ছিল?
অলৌকিক মায়ামৃদঙ্গ জোছনা রাতে
তাকে আকুল হয়ে খুঁজি আজও,
ভালবাসার তর্পণের অশ্রু পাঠাই
ওই নীলিম আকাশে;
আর তখনই পূর্ব রাগের রুপোলি মেঘ
উড়ে আসে
স্মৃতির উঠোন ঘরে।
বিগত প্রেমজন্মের আত্মার আত্মীয় ছিল?
অলৌকিক মায়ামৃদঙ্গ জোছনা রাতে
তাকে আকুল হয়ে খুঁজি আজও,
ভালবাসার তর্পণের অশ্রু পাঠাই
ওই নীলিম আকাশে;
আর তখনই পূর্ব রাগের রুপোলি মেঘ
উড়ে আসে
স্মৃতির উঠোন ঘরে।
ভালো লাগলো
ReplyDelete