বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০
পূর্বরাগ | কবিতা
জয়িতা বসাক
সবুজ ঠিকানা
গোলাপি রঙের সেই ডাকটিকিটের পাশে
লিখেছিলাম তোমার সবুজ ঠিকানা
দমবন্ধ শহুরে চিঠিতে যেভাবে লেখা থাকে
অরণ্য আর প্রজাপতির গোপন আলাপন
তুমি উড়ে এসে নৈঋতের মেঘ সরিয়েছিলে
ক্যানভাস জুড়ে এঁকেছিলে প্রজাপতি রোদ্দুর
সব ধূসরতা ঢেকেছিলে বাসন্তিক পরাগরেণুতে
আমি কখনো অরণ্য হতে পারিনি!
এখন অঘ্রাণের মাঠ জুড়ে শুকনো পাতা ওড়ে
শূন্য ডালে লেপ্টে থাকা সেই চিঠিটা আজও
রোদ্দুরে ভিজে ওঠা ক্লোরোফিলের গন্ধ খোঁজে!
লিখেছিলাম তোমার সবুজ ঠিকানা
দমবন্ধ শহুরে চিঠিতে যেভাবে লেখা থাকে
অরণ্য আর প্রজাপতির গোপন আলাপন
ক্যানভাস জুড়ে এঁকেছিলে প্রজাপতি রোদ্দুর
সব ধূসরতা ঢেকেছিলে বাসন্তিক পরাগরেণুতে
আমি কখনো অরণ্য হতে পারিনি!
এখন অঘ্রাণের মাঠ জুড়ে শুকনো পাতা ওড়ে
শূন্য ডালে লেপ্টে থাকা সেই চিঠিটা আজও
রোদ্দুরে ভিজে ওঠা ক্লোরোফিলের গন্ধ খোঁজে!
বেশ ভালো লাগল।
ReplyDelete