বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর- ৩/কবিতা/২য়
বর্ষ/১৩তম/৭ই ভাদ্র, ১৪৩১
মুখর- ৩ |
কবিতা
উজ্জ্বল পায়রা
রক্ত-মুখ
পায়ে পায়ে রক্ত মিছিল
মিছিলে মিছিলে মুষ্টিবদ্ধ হাত
হাতে হাতে প্ল্যাকার্ড
প্লাকার্ডে প্লাকার্ডে লাল কালো কালি
মিছিলে মিছিলে মুষ্টিবদ্ধ হাত
প্লাকার্ডে প্লাকার্ডে লাল কালো কালি
কালিতে কালিতে স্লোগান
স্লোগানে স্লোগানে দাবি
দাবিতে মুখর আজ গোটা পৃথিবী
পৃথিবীর দেওয়াল জুড়ে এখন একটাই রক্ত-মুখ—
'তিলোত্তমা'...
স্লোগানে স্লোগানে দাবি
দাবিতে মুখর আজ গোটা পৃথিবী
'তিলোত্তমা'...
No comments:
Post a Comment