বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
অমিতাভ গুপ্ত
চল্লিশ
বছর আগে
একা ফেলে রেখে এসে যদি কষ্ট
দিই। সেবার যখন
মেঘালয়ে গিয়ে আমি সিফেল পেরিয়ে নঙতিমাইয়ের
ছেঁড়া ঘরবাড়ি থেকে ভাষাবোধ খুঁজে নিতে ব্যস্ত তখনই
ভেবেওছি, কলকাতায় ফিরে যদি সঠিক ভাষায়
তোমাকে বলতে পারি, 'ভালবাসি তোমাকে সম্পূর্ণ ভালবাসি'
শারদ | কবিতা
অমিতাভ গুপ্ত
চোখের জলের মতো স্মৃতিকে কি
মুছে ফেলা যায়
সারারাত আকাশে আকাশে ফোটে
নক্ষত্রের জুঁইফুল, চাঁপার কুঁড়ির
উল্কারা
দিকে ও দিগন্তে ঝরে পড়ে
তাদের মথিত ঘ্রাণ তোমারই
চয়নে। জানি তোমাকে কখনো
মেঘালয়ে গিয়ে আমি সিফেল পেরিয়ে নঙতিমাইয়ের
ছেঁড়া ঘরবাড়ি থেকে ভাষাবোধ খুঁজে নিতে ব্যস্ত তখনই
ভেবেওছি, কলকাতায় ফিরে যদি সঠিক ভাষায়
তোমাকে বলতে পারি, 'ভালবাসি তোমাকে সম্পূর্ণ ভালবাসি'
No comments:
Post a Comment