প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Friday, October 31, 2025

আভাস | অর্পিতা দাস

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/গল্পাণু/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | গল্পাণু
অর্পিতা দাস
 
আভাস

"নোংরা একটা ফিডিংবোতলে জল ভরে মুখে ধরেছে মা। মুহূর্তে সমস্ত পৃথিবীটা দুলে ওঠে।"

 
আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। কোন ভোরে উঠে অপর্ণা হাতের কাজ সব সেরে নেয়। সক্কাল সক্কাল না বেরোলে শেষে কাঠফাটা রোদ্দুরে দাঁড়িয়ে থাকাই ভার হবে।
 
ফুল বেলপাতা সহ সমস্ত উপকরণ নিয়ে শিবমন্দিরের পথে হাঁটতে শুরু করে। পালপাড়ার মধ্যে দিয়ে যেতে যেতে ভাল করে বাড়ি-ঘরদোরগুলি লক্ষ্য করে। নোংরা চাটাইয়ে শুয়ে থাকা আবালবৃদ্ধবনিতা। মনে মনে ভাবে ভোলানাথ তাকে কোন রূপ দেখাতে চায়। কিছুটা এগিয়ে থমকে দাঁড়ায় অপর্ণা। নোংরা একটা ফিডিংবোতলে জল ভরে মুখে ধরেছে মা। মুহূর্তে সমস্ত পৃথিবীটা দুলে ওঠে। সে দোদুল্যমান পায়ে এগিয়ে এসে শিবের মাথায় ঢালার দুধটুকু অসহায় মায়ের হাতে তুলে দিয়ে দ্রুত বাড়ির পথে প্রস্থান করে।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)