প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Friday, October 31, 2025

শুভ বিজয়া | অদিতি চ্যাটার্জি

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/গল্পাণু/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | গল্পাণু
অদিতি চ্যাটার্জি
 
শুভ বিজয়া

"সুদীপা ভাবেন কোনো এক বিজয়ার সময় কৌশিককে চিঠি পাঠিয়েছিলেনউত্তরটা যদিও বেশিদিন কাছে রাখতে পারেননি। তবে নাতনির চিঠিটা রাখবেন… যত্ন করে।"

 
সুদীপার সকালবেলাটা আজ ভারী রঙিন হয়ে গেছে, একটা ই-মেল দেখে। আট বছরের নাতনি হিয়া দিল্লি থেকে একটা বিজয়ার প্রণাম জানিয়ে চিঠি লিখেছে, আবার "শ্রী চরণেষু"ও আছে তাতে! সৌমিক হাসতে হাসতে বলেন,
-নিশ্চয়ই রাই সাহায্য করেছে।
 
দু-চার লাইনের চিঠিটাতে চোখ রেখে সুদীপা বলেন,
-জানো যখন ছোট্ট ছিলাম বাবা দুর্গা পুজোর আগে পাঁজা পাঁজা ইনল্যান্ড লেটার নিয়ে আসতেন, বিজয়ার সময় আমি, বোন, মা ও বাবা সবাই এক সাথে মিলে চিঠি লিখতাম। আমাদের জন্য বরাদ্দ থাকতো এক-দেড় লাইন। তাও বাবা বলে দিতেন। তারপর নিজেরাই লিখতাম।
-আর এখন তো মোবাইলের টুংটাং মেসেজে বিজয়া হয়
বলেন সৌমিক।
 
-কালীনারায়ণপুরের সেই বাড়িতে বাবা একটা বাক্সে বিজয়ার চিঠিগুলো রাখতেন, পুজোর পর খুব মনখারাপ হতো, তখন আমি আর বোন পড়তাম মাঝেমধ্যে। পরে মনে আছে দাদু আর পিসিমণির চিঠি পড়তে গিয়ে কেঁদে ফেলেছিলাম।
একটু থেমে সুদীপা বলেন,
-ওরা তখন অন্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছিল।
সুদীপা ভাবেন কোনো এক বিজয়ার সময় কৌশিককে চিঠি পাঠিয়েছিলেন, উত্তরটা যদিও বেশিদিন কাছে রাখতে পারেননি। তবে নাতনির চিঠিটা রাখবেনযত্ন করে।
 
ই-মেলে উত্তর দিতে বসেন সুদীপা, 'শুভ বিজয়া দিদিভাই...'
 
সমাপ্ত

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)