প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Friday, October 31, 2025

মেয়ে | মণিদীপা সোম

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মণিদীপা সোম
 
মেয়ে
 
কী জানি কী লিখতে চাই
হাতের কলম যায় থেমে।
কন্যাভ্রুণ রাখতে চাই
বলতে চাই সংক্ষেপে।
 
যতন করে রাখব তোকে
আদর দেবো গর্ভে মোর।
তিলে তিলে উঠবি বেড়ে
বারুক তোর মনের জোর।
 
গর্ব করে বলতে চাই
মেয়ে আছে আমার পেটে।
উড়ান দিয়ে খুঁজে নেবে
কোথায় আছে চাঁদের ভিটে।
 
ধর্ষকদের লজ্জা দিস
আসবে যখন তোর কাছে।
গলা তুলে বলবি তুই
'পুরুষ তোর জন্ম মিছে'
 
লিঙ্গ তো নয় ভেদাভেদ
লিঙ্গ এক ভারসাম্য।
নারীর পাশে থাকবে পুরুষ
বন্ধুত্বই তাই কাম্য।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)