বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী
সংখ্যা |
কবিতা
আভা সরকার
মণ্ডল
নিরঞ্জনের
ঘাটে
ছোট নদী জল কম ডিঙি বাঁধা
পাড়ে
প্রাণহীন কাঠামোরা পড়ে আছে ধারে।
বিসর্জনের পরে নেই হইচই
বিদায়ের সুরে করে দুখ থইথই!
জলের ওপরে ভাসে বেল পাতা, ফুল
বাসি হয়ে ভেসে যায় জীবনের ভুল
ক্ষমা পায় কেউ তারা-- কেউ ভোগে জ্বরে
কারো কারো ভুলগুলো জ্বলে-পুড়ে মরে!
বাঁচার শর্তে তবু যাপনের দিন
কেটে যায় কী করে যে— এক... দুই... তিন...
নিরঞ্জনের ঘাটে সুখ-মোহ-মায়া
অভিন্ন সবই একে অপরের ছায়া!
প্রাণহীন কাঠামোরা পড়ে আছে ধারে।
বিসর্জনের পরে নেই হইচই
বিদায়ের সুরে করে দুখ থইথই!
বাসি হয়ে ভেসে যায় জীবনের ভুল
ক্ষমা পায় কেউ তারা-- কেউ ভোগে জ্বরে
কারো কারো ভুলগুলো জ্বলে-পুড়ে মরে!
কেটে যায় কী করে যে— এক... দুই... তিন...
অভিন্ন সবই একে অপরের ছায়া!

No comments:
Post a Comment