প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক , ১৪৩২ নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়   আবেগ ও বিবেক "যা-...

Friday, October 31, 2025

আমার প্রেম | প্রতিমা পাল

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
প্রতিমা পাল
 
আমার প্রেম
 
আমার প্রেম সংসার পাতে তার ব্যস্ততার শিখরে
সবুর করতে শেখেনি সে
আক্ষেপের শ্রাবণ ঝরে।
 
আমার প্রেম সুখ খুঁজে ফেরে দুঃখের বাড়িতে
অভাবের আঁচ জানে না সে
চাল বাড়ন্ত, ভাতের হাঁড়িতে।
 
আমার প্রেম বৃষ্টি হতে চায় স্বচ্ছ শরৎ আকাশে
নিম্নচাপ কী? দেখেনি সে
ঝড় বইছে শান্ত বাতাসে।
 
আমার প্রেমের শব্দ হওয়ার সাধ এই নিঃশব্দ প্রহরে
নীরবতার কাঠিন্য বোঝেনি সে
অভিমানের বাতাবরণ অতল গহ্বরে।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)