বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মলয় সরকার
চমকে
ওঠা
চমকে উঠি—
কে ছোঁয় আমার শরীর!
হাত বাড়াই আকাশে
শিউলির গন্ধ আঁকিবুঁকি খেলে
জ্যোৎস্নার অলিগলিতে—
মনে পড়ে কিশোরবেলার
এলোচুলে আলগা শরীর,
কোন বিপদসূচক সংকেত তো নেই
আগে—
তবে কেন শিহরণ খেলে
শূন্য সংগীতে
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
মলয় সরকার
কে ছোঁয় আমার শরীর!
হাত বাড়াই আকাশে
শিউলির গন্ধ আঁকিবুঁকি খেলে
জ্যোৎস্নার অলিগলিতে—
এলোচুলে আলগা শরীর,
শূন্য সংগীতে

No comments:
Post a Comment