বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর- ৩/কবিতা/২য়
বর্ষ/১৩তম/৭ই ভাদ্র, ১৪৩১
মুখর- ৩ |
কবিতা
অমিতাভ গুপ্ত
মিছিলের রাতে
মিছিলের মতো সুদীর্ঘ
গান
গাইতে গাইতে মিছিল চলেছে পথে
পথ যেন অফুরান
সমুদ্রে আর ঝর্নায় পর্বতে
পথের মতন দ্রুতচঞ্চল
প্রাণ
জেগে উঠে যেন প্রশ্ন শুধোয়
দিকে দিগন্তে হে সূর্যোদয়
তুমি কি এসেছ? তুমি
এসেছিলে মিছিলে?
গাইতে গাইতে মিছিল চলেছে পথে
সমুদ্রে আর ঝর্নায় পর্বতে
জেগে উঠে যেন প্রশ্ন শুধোয়
দিকে দিগন্তে হে সূর্যোদয়
No comments:
Post a Comment